Bankura

Mar 22 2023, 14:57

সরকারী নির্দেশিকা মেনে সমস্ত পরিষেবা প্রদানের দাবিতে আন্দোলনে 'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন'


বাঁকুড়াঃ ব্লক স্তরীয় সমস্ত কাজে অংশগ্রহণের সুযোগ, প্রাপ্য পারিশ্রমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া, স্থায়ীকরণ, সরকারী নির্দেশিকা মেনে সমস্ত পরিষেবা প্রদানের দাবিতে এবার আন্দোলনে নামল 'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন'। বুধবার ঐ সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলা পরিষদের গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দেন।

  'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন' বাঁকুড়ার তরফে জানানো হয়েছে, ব্লক স্তরীয় প্রশিক্ষক হিসেবে আমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে আসছি। সরকারী নির্দেশিকা রয়েছে মাসে ২৬ দিন কাজ দেওয়ার, অথচ ২০২০ সালের মার্চ মাসের পর থেকে কোন কাজ নেই।

আবার অনেক সময় কাজ করেও সঠিক সময়ে বেতন মেলেনা। তাই অবিলম্বে কাজের সুযোগ ও অন্যান্য দাবি দাওয়া পূরণের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। এই অবস্থায় দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন শাসক দল সমর্থিত এই সংগঠনটির সদস্যারা।

Bankura

Mar 22 2023, 12:43

*ঋণ শোধ না করার জেরে বাঁকুড়ায় বিক্ষোভ*
বাঁকুড়াঃ  টাকার বিনিময়ে এলাকার বেশ কিছু মহিলাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে এবং তা ব্যবহার করে তাদের নামে একাধিক ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে সেই টাকা শোধ না করার অভিযোগ উঠলো সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র নামে দুই মহিলার বিরুদ্ধে। বাঁকুড়ার কোতুলপুরের খুনডাঙ্গার ঘটনা।  খুনডাঙ্গা গ্রামের সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র সম্মিলীত ঋণ শোধ করলেও বর্তমানে তা না করায় ঋণদাতা ব্যাঙ্ক ও সংস্থার তরফে ঋণগ্রহিতাদের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া শুরু হয়। বিষয়টি জানাজানি হতেই বুধবার ওই দুই মহিলার বাড়িতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা।  খবর পেয়ে গ্রামে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন স্থানীয় মহিলারা।   



  স্থানীয় সূত্রে জানা খবর, কোতুলপুরের খুনডাঙ্গা মহাপাত্রপাড়া এলাকার বাসিন্দা সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র এলাকার মহিলাদের নথি সংগ্রহ করে তাঁদের নামে বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋণ তোলেন। বিনিময়ে এলাকার মহিলাদের মাথাপিছু  মাত্র দু'হাজার টাকা করে সাহায্যও করেন। সমাপ্তি ও শিখা মহাপাত্র সেই ঋণের মাসিক কিস্তিও এতদিন পরিশোধ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তাঁরা একাধিক কিস্তি শোধ না করায় ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থার আধিকারিকরা এলাকার মহিলাদের বাড়িতে গিয়ে কিস্তির টাকা দেওয়ার চাপ দিতে শুরু করেন। অভিযোগ এই সময়ই এলাকার মহিলারা জানতে পারে তাদের নামে ও তাদের নথি ব্যবহার করে সমাপ্তি ও শিখা মহাপাত্র বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স সংস্থা থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তা আর শোধ করছেন না। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষোভের পারদ চড়তে থাকে এলাকার মহিলাদের। এদিন সকালে এলাকার মহিলারা সম্মিলিত ভাবে চড়াও হন সমাপ্তি ও শিখা মহাপাত্রর বাড়িতে।  ওই দুজনের বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তের আস্বাস দিলে বিক্ষোভ ওঠে।

  


বিক্ষোভকারী মহিলাদের দাবি তাঁরা জানতেনই না তাঁদের নামে এমন লক্ষ লক্ষ টাকা ঋণ তুলে তা আত্মসাৎ করেছেন ওই দুই মহিলা। এরকম প্রায় ৯০ জন মহিলা আছেন বলে তারা দাবি করেন।

 


অভিযুক্ত সমাপ্তি মহাপাত্র অন্যের নামে ঋণ নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন,  ঋণের কিস্তি তিনি শোধও করে যাচ্ছিলেন। বর্তমানে আর্থিক সমস্যার  কারনে শেষ দুটি কিস্তি পরিশোধ করতে না পারায় সমস্যা তৈরী হয়েছে বলে তিন জানান।

Bankura

Mar 21 2023, 15:50

পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে দলের কর্মসূচীতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন 'দিদির দূত'


বাঁকুড়াঃ 'পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে দলের কর্মসূচীতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন 'দিদির দূত' রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়া জেলা তৃণমূলের 'অঘোষিত' নাম্বার ওয়ান তথা তালডাংরার 'বিতর্কিত' তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে সঙ্গে নিয়ে শালতোড়া বিধানসভার মেজিয়া এলাকার ডাং মেজিয়া, তেওয়ারী ডাঙ্গা সহ বিভিন্ন গ্রামে দলের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচীতে যোগ দেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কালো রঙের WB08 A7099 নম্বর যুক্ত, পিছনের কাঁচে POLICE স্টীকার লাগানো মাহিন্দ্রা গাড়িতে চেপেই ঐ এলাকায় দলীয় কর্মসূচী পালনের পাশাপাশি জনসংযোগের কাজ সারেন তিনি। একজন রাজনৈতিক দলের নেত্রী কি করে 'পুলিশ' লেখা গাড়িতে চেপে রাজনৈতিক প্রচার সারেন সেই নিয়েই তৈরী হয়েছে জোর বিতর্ক।

একজন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি করে 'পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে ঘুরছেন প্রশ্ন তুলে বিজেপির বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, 'এরা শেষ সীমায় পৌঁছে গেছে, লজ্জা বলতে কিছু নেই'। বিধানসভা ভোটে আমার কাছে হেরে গিয়েও কি করে গাড়িতে পুলিশ লেখা স্টীকার লাগিয়ে ঘুরছেন? মানুষের হাত থেকে বাঁচতে এখন পুলিশের সাহায্য নিচ্ছেন এঁরা। এই দিনটা কোন দিন দেখতে হবে তাঁরা ভাবেনওনি বলে তিনি দাবি করেন।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অদ্ভূত যুক্তি দিয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গাড়িটা আমার বাবার। আমার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ। অবসর নিলেও তিনি 'পুলিশ সার্ভিসেই আছেন'। তাই বাবার গাড়িতে মেয়ে (তিনি) ঘুরতে পারবেন কি না সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Bankura

Mar 21 2023, 14:42

ছাত্রাবাস সমস্যার সমাধান চেয়ে জেলাশাসকের দ্বারস্থ ভারত জাকাত মাঝি পারগানা মহল


বাঁকুড়াঃ ছাত্রাবাস সমস্যার সমাধান চেয়ে এবার জেলাশাসকের দ্বারস্থ হলো ভারত জাকাত মাঝি পারগানা মহল। মঙ্গলবার ঐ আদিবাসী সংগঠনের তরফে মধুবন গোয়েঙ্কা বিদ্যালয়ের হোষ্টেল সমস্যা সমাধানের দাবি জানিয়ে বাঁকুড়া জেলা শাসককে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

ভারত জাকাত মাঝি পারগানা মহল, বাঁকুড়া-১ মুলুকের পক্ষ থেকে 'আবাসিকদের কাছ থেকে বেআইনীভাবে ইলেকট্রিক ও ডেভেলমপম্যান্ট ফিজ না নেওয়া, নবম থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাসিক ১৫০০ টাকা হোষ্টেল ফি নেওয়া বন্ধ, হোষ্টেল সুপার, নাইট গার্ড নিয়োগ, নিয়মিত অভিভাবক সভা সহ ২০ দফা দাবি জানানো হয়েছে। সমস্যা সমাধান না হলে বাঁকুড়া জেলা জুড়ে সাধারণ ধর্মঘট ও রেল রোকোর ডাক দেবেন বলে ঐ আদিবাসী সংগঠনটির তরফে জানানো হয়েছে।

Bankura

Mar 21 2023, 09:16

হরিণ শাবক উদ্ধার বাঁকুড়ার জয়পুরে


বাঁকুড়াঃ হরিণ শাবক উদ্ধার হলো বাঁকুড়ার জয়পুরে। সোমবার রাতে জয়পুর জঙ্গলে একটি বেসরকারী রিসর্টের ভীতর থেকে ঐ হরিণটি উদ্ধার হয় বলে জানা গেছে।

সূত্রের খবর, ঐ দিন রাতে কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে হরিণ শাবকটি স্থানীয় একটি রিসর্টে ঢুকে পড়ে। ঐ সময় ঐ এলাকায় উপস্থিত এক বনকর্মী কুকুরের কামড়ে 'আহত' হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান।

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, কুকুরের কামড়ে অসুস্থ হরিণ শাবকটিকে বিশেষজ্ঞ পশু চিকিৎসক দিয়ে সুস্থ করে তোলার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Bankura

Mar 20 2023, 16:42

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল


বাঁকুড়াঃ 'সন্দেহে'র বশে স্ত্রীকে ছুরির আঘাতে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম কাশেমা বেগম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জাহিরুদ্দিন মিদ্যা নামে 'ঘাতক' স্বামী। সোমবার ইন্দাস থানা এলাকার বামনিয়া বাজারের ঘটনা।

মৃতার পরিবার সূত্রে খবর, গত ২০১৫ সালে ইন্দাসের শাশপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরকোনা গ্রামের জাহিরুদ্দিন মিদ্যার সঙ্গে ঐ থানা এলাকার দীঘলগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোয়ালা পূস্করিণী গ্রামের কাশেমা বেগমের বিয়ের হয়। তাদের দু'টি সন্তান রয়েছে। বেশ কিছু দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছিল। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।

অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, ঐ ঘটনার পর স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। মৃতা কাশেমা বেগম সন্তানদের নিয়ে বাপের বাড়িতেই থাকছিলেন। এদিন তিনি বামনিয়া বাজারে ব্যক্তিগত কাজে এলে স্বামী জাহিরুদ্দিন মিদ্যা অতর্কিতে তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে সে নিজের শরীরেই ছুরির কোপ মারে বলে খবর। পরে স্থানীয়রাই গুরুতর আহত অবস্থায় দু'জনকেই ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে কাশেমা বেগমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 'আহত' জাহিরুদ্দিন মিদ্যার অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় কোন অভিযোগ দায়ের না হলেও ইন্দাস থানার পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিছে বলে জানা গেছে।

Bankura

Mar 20 2023, 13:46

বাঁকুড়ার বড়জোড়ায় সেচ খালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার


বাঁকুড়াঃ সেচ খালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার পখন্না গ্রাম পঞ্চায়েতের মানগ্রাম রাজপ্রসাদপুর এলাকায়। সোমবার স্থানীয়দের নজরে আসার পর তারাই পুলিশে খবর দেন।

  স্থানীয় সূত্রে খবর, মানগ্রাম রাজপ্রসাদপুর এলাকায় ডি.ভি.সি-র ৪৩২ নম্বর সেচখালের জলে এদিন মধ্যবয়সী এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে বড়জোড়া থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

 পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি বিষয়টি খুন, আত্মহত্যা নাকি নিছকই দূর্ঘটনা তা তদন্তের পাশাপাশি মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 19 2023, 14:33

বাঁকুড়ার সোনামুখী পৌরসভার সাফাই কর্মীদের বকেয়া বেতনের দাবিতে 'কর্মবিরতি'


বাঁকুড়াঃ বকেয়া বেতনের দাবিতে 'কর্মবিরতি' পালন করছেন বাঁকুড়ার সোনামুখী পৌরসভার সাফাই কর্মীরা। যার জেরে শহরময় আবর্জনার স্তুপ! নিকাশী নালা গুলি যেমন নোংরা আবর্জনায় ভরে আছে, তেমনি রাস্তার পাশেও পাহাড় প্রমাণ জঞ্জাল। এমনকি রাস্তার উপর পড়ে মরা ইঁদুরের গন্ধে নাভিশ্বাস পথচারীদের। সবমিলিয়ে সাফাই কর্মী-পৌরসভার এই দ্বৈরথে নাভিশ্বাস শহরবাসীরা। ন্যুনতম পৌরপরিষেবা দিতেও ব্যর্থ তৃণমূল পরিচালিত এই পৌরসভা বলে অনেকেই দাবি করছেন।

শহরবাসী তুলদীদাস ব্যানার্জী, রেবা দে, মোহন দত্ত, বর্ণালী দত্তরা বলেন, সাফাই কর্মীরা দীর্ঘদিন কাজ করছেননা, আর যার ফল ভোগ করতে হচ্ছে আমাদের। শহরজুড়ে নোংরা আবর্জনার ছড়াছড়ি। ফলে মশাবাহিত রোগ ছড়াতে পারে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত ১৩৭ বছরের প্রাচীণ পৌরসভার এমন দূরবস্থা আগে কেউ কোন দিন দেখেননি বলেই তাঁরা জানিয়েছেন।

আন্দোলনকারী সাফাই বিভাগের কর্মীদের পক্ষে সমর নাগ বলেন, আমরা বিগত চার মাস বেতন পাইনি, আড়াই বছর ধরে বেতন থেকে পি.এফ-র টাকা কাটা হলেও তা জমা পড়েনি। এর আগে প্রতিশ্রুতি আর প্রলোভন ছাড়া কিছুই মেলেনি। তাই পেশাগত দাবিতে বাধ্য হয়েই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন বলে জানান।

সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামির দাবি, পৌরসভার 'চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের দ্বন্দে'র ফল ভোগ করতে হচ্ছে শহরবাসীকে। তবে এবিষয়ে সাধারণ মানুষ আন্দোলনে নামলে তাঁরা দলীয়ভাবে সেই আন্দোলনে থাকবেন বলে জানান। একই সঙ্গে বিজেপি বিধায়ক বলেন, 'চুরিতে তৃণমূল পি.এইচ.ডি করেছে।' গরীবের টাকা লুঠ, আর চুরি কতো রকম ভাবে করা যায় তা তৃণমূলের কাছ থেকে শিখতে হবে' বলেও তিনি দাবি।

এপ্রসঙ্গে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করছেন। আমরা তাঁদের অচলাবস্থা কাটাতে দফায় দফায় আলোচনা করছি, আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে। তবে সোনামুখী পৌরসভার আর্থিক অস্বচ্ছলতার কারণে সাময়িক সমস্যা হয়েছে বলে তিনি জানান।

Bankura

Mar 18 2023, 17:29

মানবিক পুলিশ,মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিল


বাঁকুড়াঃ 'সিভিক শিক্ষক' নিয়ে বিতর্কের মাঝেই পথভোলা এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিল পুলিশ। শনিবার বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার পূর্বপাড়ায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে স্থানীয় সিভিক ভল্যান্টিয়দের সন্দেহ হয়। তারাই তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। খোঁজ নিয়ে জানা যায়, ঐ মহিলার নাম সরলা মণ্ডল। বাড়ি পাশের জেলা পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার পাল্লা রোড গ্রামে। পরে ইন্দাস থানার পক্ষ থেকে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিন ইন্দাস থানায় 'নিখোঁজ' মাকে ফিরিয়ে নিয়ে যেতে আসা ছেলে অমর মণ্ডল বলেন, গত ৯ ফেব্রুয়ারী বাড়ি থেকে বেরিয়ে মা আর ফেরেনি। আত্মীয় স্বজনের বাড়ি ছাড়াও বর্ধমান ছাড়াও বীরভূম ও বাঁকুড়ার বেশ কিছু জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে বিষয়টি স্থানীয় মেমারি থানায় জানানো হয়। পরে এদিন ইন্দাস থানা ও সিভিক ভল্যান্টিয়ারদের সৌজন্য 'হারানো' মাকে তিনি ফিরে পেলেন বলে জানান।

Bankura

Mar 18 2023, 16:37

তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল উবাচ


বাঁকুড়াঃ 'তিনি আমার রাজনীতির পথপ্রদর্শক নন। একজন স্ত্রীর কর্তব্য হিসেবে তাঁকে প্রাণে বাঁচাতেই আমি রাজনীতিতে প্রবেশ করেছিলাম'। নাম না করেই 'প্রাক্তন' স্বামী, বিজেপির রাজ্য সহ সভাপতি, সাংসদ সৌমিত্র খাঁ সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। শনিবার বাঁকুড়া জেলা আদালতে ব্যক্তিগত কাজে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে সুজাতা এদিন আরো বলেন, উনি সেই সময় 'নির্বাসিত' ছিলেন, তাই পথে নামা। তবে গত তিন বছর দু'জনে আলাদা থাকলেও তিনি রাজনীতিতে আছেন, আগামী দিনেও থাকবেন বলে জানান।

প্রসঙ্গত,  গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২০২০ সালের ২১ ডিসেম্বর কলকাতায় কুণাল ঘোষ-সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা। এরপরেই দু'পক্ষের সম্পর্কের অবনতি ঘটে, আলাদা থাকতে শুরু করেন তাঁরা। বিষয়টি আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা পর্যন্ত গড়ায়।

এদিন অন্য এক প্রশ্নের উত্তরে সুজাতা মণ্ডল বলেন, রাজনীতি পুকুরের জল নয়, নদীর জলের মতো বহমান। তাই আগামী দিনে 'অনেক কিছুই ঘটতে পারে' বলে আভাস দেন।

তিনি একাধিকবার সংবাদমাধ্যমের কাছে 'প্রাক্তন' স্বামীর বিরুদ্ধে 'বিবাহ বহির্ভূত' সম্পর্কের অভিযোগ এনেছিলেন। এদিন ঐ বিষয়ে তাঁকে ফের প্রশ্ন করা হলে সুজাতা মণ্ডল বলেন, 'যে নারীরা মহিষাসূর মর্দিনী, যাঁরা সমাজের রক্ষক, যাঁদের জন্য নতুন প্রাণ পায় সেখানে 'বিষাক্ত' নারীদের কারো কারো জন্য সমগ্র 'নারী সমাজ কলুষিত হচ্ছে' এটা যথেষ্ট 'যন্ত্রণাদায়ক'। যে মহিলা স্বামীর বর্তমান বা বর্তমানে 'এম.পি ট্যাগ' দেখে 'অন্যের ঘরে ঢুকে পড়ে' তার চরিত্র নিয়ে তার সন্দেহ আছে বলে তিনি দাবি করেন।